শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার রাসেল মিয়া (৩২) নামের এক মাদককারবারির কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বুড়ির বাজার মোড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মাদককারবারি রাসেল মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার।