মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

সাদুল্লাপুরে আগাম শিম চাষে লাভবান কৃষক

সাদুল্লাপুরে আগাম শিম চাষে লাভবান কৃষক

স্টাফ রিপোর্টারঃ কৃষিপ্রধান সাদুল্লাপুর উপজেলায় বিগত বছর গুলোর মতো চলতি বছরেরও চাষ করা হয়েছে আগাম জাতের শিম। সাদুল্লাপুরের ইদিলপুর ও ধাপেরহাট ইউনিয়নের কৃষকরা আগাম শিম চাষ করে ফলন ও দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছে । আবহাওয়া অনুকূলে থাকলে ফলন আরও ভালো হবে বলে আশা করছে চাষীরা।
উপজেলার ১১ ইউনিয়নে প্রায় ১১০ হেক্টর জমিতে আগাম জাতের শিম চাষ হয়েছে। এক সপ্তাহ আগে ১ কেজি শিম কৃষক বাজারে ২১০ থেকে ২২০ টাকা পাইকারি বিক্রি করেছে। ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে সকল ধরনের সবজী সব গুলোই আগাম জাত। এতে করে দাম কমেছে সকল সবজীর, সেই সাথে বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার সবজীর এলাকা হিসাবে পরিচিত ইদিলপুর, কোনাপাড়া, দড়িপাড়া, দক্ষিনলক্ষীপুর, রাঘবেন্দ্রপুর, আলীপুর চকনদী তাজনগর ও ধাপেরহাট ইউনিয়নে নিজপাড়া আরাজী ছত্রগাছা, ছত্রগাছা, সদর পাড়া মধ্যে পাড়া, তিলকপাড়া হাসানপাড়া,খামারপাড়া গ্রাম। এ গ্রামে কৃষকরা আগাম শিম চাষ করেছে অনেকে।
ধাপেরহাটের তিলকপাড়া গ্রামের কৃষক আমিন বলেন, আমি দুই মাস আগে থেকেই ২০ শতাংশ জমিতে লাগানো আগাম জাতের শিম উত্তোলন করে বিক্রি করছি। গত কয়েক বছরের তুলনায় আবহাওয়া ভালো থাকায়, ফলন ভালো হয়েছে বাজারেও বেশী দামে শিম বিক্রি হয়েছে। তাই এবার লাভ বেশী হয়েছে। আমি গত জৈষ্ঠ্যমাসে বীজ বপন করে ছিলাম।এবার পোকার আক্রমণ নেই, রোগবালাই ও কম তাই ফুল বেশি হওয়ায় শিম বেশী ধরেছে। বাজারে বিক্রি করে ভালো দামও পাচ্ছি।
উপজেলার ১১টি ইউনিয়নে কম বেশী শিম চাষ হয়ে থাকে। তবে বানিজ্যিক ভাবে ব্যাপকহারে উন্নত জাতের উচ্চ ফলনশীল শিম চাষ হয় ইদিলপুর ও ধাপেরহাট ইউনিয়নে।
সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার মতিউল আলম বলেন, শিম একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। শীত কালীন সবজীর মধ্যে শিমের চাহিদা প্রচুর। সাদুল্লাপুর উপজেলার সবজী ভান্ডার ক্ষ্যাত ইদিলপুর ও ধাপেরহাট ইউনিয়নের মাটি সবজী চাষের তথা শিম চাষের উপযোগী। এই অঞ্চলের কৃষকরা সব ধরনের সবজী আগাম ও মৌসুম অনুযায়ী চাষ করে। অতি বৃষ্টির কারণে দুই ইউনিয়নের ফসলের মাঠে প্রাকৃতিক ড্রেন না থাকায় সময়মত পানি নিস্কাশন না হওয়ায় কিছু কিছু কৃষক ক্ষতি গ্রস্হ হয়েছে।
এতে করে শিমের ফলন সহ আগাম সবজির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছে। সাদুল্লাপুর উপজেলার উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী সহ সাড়া দেশের বাজারের চাহিদা মিটায়। কৃষকরা আগাম শিম চাষ করে এ বছর তিনগুন লাভ করেছে। কারণ কত কিছুদিন পূর্বে বন্যার কারণে নিম্ন অঞ্চলের সব ধরনের সবজীর ক্ষতি হয়। এতে সবজীর দাম বাজারে বেড়ে যায়। এই সুযোগে কৃষকরা তা পূর্বের বছরের তুলনায় তিনগুণ বেশী দামে বিক্রি করেছে। প্রতিকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে দামও বেশী পেয়েছে ফলে লাভবান হয়েছে কৃষক। আমরাও কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য সঠিক পরামর্শ অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com