বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার তরিকুল ইসলাম (৩০) নামের এক পল্লি চিকিৎসক অপহরণের শিকার হয়। অবশেষে অপহরণের তিনদিন পর র্যাবের সহযোগিতায় বগুড়া থেকে তাকে উদ্ধার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১০ টার দিকে গাইবান্ধা এডিশনাল এসপি বিদ্রোহ কুমার কুন্ড সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। এর আগে সোমবার দুপুর ২ টার দিকে বগুড়ার কোতয়ালী থানাধীন নিশিন্দারা এলাকা থেকে তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি বিদ্রোহ কুমার কুন্ড বলেন, অপহরণ সংক্রান্ত সাদুল্লাপুর থানায় একটি মামলা হলে এ থানা পুলিশ কর্তৃক র্যাবের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নিশিন্দারা এলাকা থেকে অপহৃত ভিকটিম তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।