বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় রায়হান মিয়া (৪০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রায়হান মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে।
স্বজনরা জানায়, রায়হান মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে তার স্ত্রীর মনোমানিল্য হয়। এরই অভিমানে গত শনিবার রাত ১২ টার দিকে সবার অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর তাকে ঝুলতে দেখা গেলে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রায়হান মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।