রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির মালামাল পুড়ে ছাই

সাদুল্লাপুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির মালামাল পুড়ে ছাই

সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হিংগারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির আসবাবপত্র ও দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রবিউল ইসলামের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে রবিউলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গভীর রাতে হঠাৎ ঘরে আগুন দেখে ঘুম ভেঙে যায়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বসতবাড়ির চারটি কক্ষ, একটি দোকানঘর ও সকল আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এবং সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তারা জানান, তাৎক্ষণিকভাবে সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করবে। ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর ইয়াকুব ঘটনাস্থলে গিয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com