মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বর্ষসেরা প্রতিবেদকে সম্মাননা পেলেন জাকির সুন্দরগঞ্জে চিকিৎসা সহায়তার চেক বিতরণ গাইবান্ধায় ১০০ কোটি টাকার শুকনো মরিচ বিক্রির সম্ভাবনা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত গাইান্ধায় টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটা হারিয়ে যেতে বসেছে সাদুল্লাপুরের আঞ্চলিক মহাসড়ক চার কিলোমিটারে ২২ বাঁক, সড়ক যেন মরণফাঁদ গাইবান্ধায় ৩ হাজার ৩০৭ হেক্টর জমিতে গমের আবাদ আউয়াল হত্যাকান্ড ৩ দিনে পার হলেও আসামি গ্রেপ্তার হয়নি গাইবান্ধায় পুরুষের পাশাপাশি কৃষিতে জমিতে কাজ করছে নারী শ্রমিকরা

সাঘাটা-ফুলছড়ি প্রতিটি মানুষের হৃদয়ে আমি আছি থাকবো ইনশাআল্লাহ -ডেপুটি স্পিকার

সাঘাটা-ফুলছড়ি প্রতিটি মানুষের হৃদয়ে আমি আছি থাকবো ইনশাআল্লাহ -ডেপুটি স্পিকার

সাঘাটা প্রতিনিধিঃ আল্লাহর রহমতে সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষের দোয়ায় আমি শারীরিক সুস্থ্যতা ফিরে পেয়েছি। আমি এবং আমার পরিবার সাঘাটা-ফুলছড়ি উপজেলার জনগণের কাছে ঋনী। আমি আমার এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে আাছি এবং থাকব ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার সকাল-১১টায় সাঘাটা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি এসব কথা বলেন। দীর্ঘদিন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঢাকা থেকে হেলিকপ্টার যোগে গতকাল বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক নারী পুরুষের ঢল নামে এবং সকল জনতা ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুনুর রশীদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সৈকত রাব্বী প্রমূখ। শেষে ডেপুটি স্পিকারের সুস্থ্যতা কামনায় মোনাজাত করেন মাওলানা আব্দুল্লাহ আনছারী।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com