শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষ বন্যা ও নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে -ডেপুটি স্পীকার

সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষ বন্যা ও নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে -ডেপুটি স্পীকার

সাঘাটা প্রতিনিধিঃ জননেত্রী শেখ হাসিনার উপর আল্লাহ পাকের বিশেষ রহমত আছে বলেই মহামারী করোনা, দীর্ঘ মেয়াদী বন্যা ও দক্ষিণাঞ্চলে জলোচ্ছাস মোকাবেলা করতে সক্ষম হয়েছেন।
সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয়ের তত্বাবধানে ঢাকাস্থ বাংলাদেশ হাউস বিল্ডিং এন্ড ফিন্যান্স কর্পোরেশনের এর অর্থায়নে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মানুষ বন্যা ও নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এসব মানুষের পাশে সু-সময়ে না হলেও দূঃ-সময়ে এসে দাঁড়াই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সদর দপ্তরের প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুহিন হোসেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন রংপুরের জোনাল ম্যানেজার মোঃ নুরুজ্জামান, গাইবান্ধা জেলা শাখা ম্যানেজার হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন কুন্ডু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ।
একই দিন সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বানভাসী মানুষের মাঝে জিআর এর চাল বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com