সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য বিষয় নিয়ে গপলাশবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামানিক, উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারী সার্জন ডাঃ হেমায়েত রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী তহিদুল করিম সরকার।
সাঘাটা প্রতিনিধি জানান ঃ গতকাল মঙ্গলবার সাঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মঈন প্রধান লাবু, অধ্যাপক এনামুল হক সরকার, আবু বক্কর সিদ্দিক, আতাউর রহমান মুকুল প্রমূখ।