রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

সাঘাটায় সিএনজি-অটো সংঘর্ষে ৫ জন আহত : ২ জনের অবস্থা আশঙ্কাজনক

সাঘাটায় সিএনজি-অটো সংঘর্ষে ৫ জন আহত : ২ জনের অবস্থা আশঙ্কাজনক

সাঘাটা প্রতিনিধি : সাঘাটা উপজেলার দুপুর সাঘাটা-গাইবান্ধা সড়কে আনুমানিক ১টা ৩০ মিনিটে কচুয়া ও উদয়ন বাজারের মাঝামাঝি স্থানে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com