বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটায় বোনারপাড়ায় হাকিমের মোড়ে গত ২৮ জানুয়ারি প্রেসক্লাব সাঘাটা অস্থায়ী কার্যালয়ে জমি বে-দখলের প্রতিবাদে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কামালের পড়া ইউনিয়নের
চাকুলী গ্রামের ভুক্তভোগী মোঃ হারেছ আলী মোল্লা। তিনি তার লিখিত বক্তব্য বলেন, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের জমায়েত উল্ল্যার ছেলে মোঃ আব্দুর রহিম, সে বর্তমানে কামালের পাড়া ইউনিয়নের আওয়ামী লীগের ইউয়িন শাখার সহ -সভাপতি ও মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে ভূমিদস্যু আমার পিতার পৈতৃক সম্পত্তির প্রায় ২৬ শতাংশ জমি। জোর পূর্বক বে- দখলের উদ্দেশ্যে গত ১২/০৬/২০২৪ ইং তারিখে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি, এর পর পুনরায় গত ২২/০১/২০২৫ ইং তারিখে সময় আনুমানিক দুপুরের দিকে ভূমিদস্যু আব্দুর রহিম, তার ছেলে সুলতান মাহমুদ, তার ভাই নজরুল ইসলাম ও তার ভাতিজা রেজওয়ান সহ আরও ১০-১২ জনের একটি দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আমার ভোগ দখলীয় জমির আইল কেটে তারা তাদের নিজ দখলে নেয়। আমি বর্তমানে আমার নিজ পৈত্রিক জমিতে যেতে পারছি না, এমনকি আমার বাড়িতে ও থাকতে পারছি না, তারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।