শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

সাঘাটায় ব্রি ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা

সাঘাটায় ব্রি ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা

Digital Camera

সাঘাটা প্রতিনিধিঃ ফলিত গবেষণা বিভাগ ব্রি গাজীপুর এর আয়োজনে গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফলিত গবেষণা প্রধান ডঃ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ বিশ্বজিৎ কর্মকার, বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার খালিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, শামীম আহম্মেদ প্রমুখ। বক্তারা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ধানের বীজ বপন থেকে বীজ সংরক্ষণ পর্যন্ত সকল প্রযুক্তি বিষয়ে বিশদ আলোচনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০২ টি উচ্চ ফলনশীল ধানের জাত আবিষ্কার করেছে। এর মধ্যে ৯৫ টি ইনব্রিড এবং ০৭টি হাইব্রিড জাত। এ জাত গুলোর মধ্যে বিভিন্ন ঘাত সহনশীল জাত রয়েছে। যেমন, খড়া সহনশীল জাত বি-ধান ৭১, আকষ্মিক বন্যা ও জলমগ্নতা সহনশীল জাত ব্রি-ধান ৫২ ও ব্রি-ধান ৭৯।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com