শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটায় বিস্তীর্ণ ফসলের মাঠে চলছে বোরো ধান কাটার উৎসব। বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কালবৈশাখী ঝড়ের আগেই ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন চাষীরা। প্রচন্ড গরমেও থেমে নেই ধান কাটা মারাইয়ের কাজ। জানা গেছে, প্রচন্ড গরম উপেক্ষা করে কৃষকেরা ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্তসময় পার করছেন। কোথায়ও কৃষি শ্রমিক, কোথায়ও আবার সরকারের ভর্তুকী দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এলাকায় এলাকায় গিয়ে ধান কাটা ও মাড়াই কাজে কৃষি কর্মকর্তাগণ পরামর্শ ও উৎসাহ দেয়ায় উপজেলার কৃষকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষক সংকট থাকলেও কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানা যায়। চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূল ও পোকামাকড় কম থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৪ হাজার ১৮৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে উন্নত জাত বিরি ১০০, স্থানীয় জাতের ৫৭ হেক্টর, হাইব্রিড ৬ হাজার ২৮৮ হেক্টর, উফসী ৭ হাজার ৮৪০ হেক্টর জমিতে ধান চাষ হয়। এপ্রিলের ৭-৮ তারিখ থেকে উফসী ধান কাটা শুরু হয়েছে। আর আজ থেকে হাইব্রিড ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে ৫৭ ভাগ ধান ইতি মধ্যে কাটা শেষ হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ফলে কৃষকরা ক্ষতি আশংকায় পড়েছেন।
কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় ২৫ থেকে ২৬ মণ ধান পেয়েছেন। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে বলে জানান কৃষি বিভাগ।
কৃষকরা জানান, এ এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট রয়েছে। এতে অনেক কৃষক ধান কাটা, মাড়াই ও শুকাতে বিপাকে পড়েছিলেন পরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটেন।