মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাট কালপানি তেলিয়ান বিলের বৈদ্যুতিক সংযোগ নিয়ে দীর্ঘদিন থেকে ছাট কালপানি গ্রামের শ্রী মহিন চন্দ্র দাসের ছেলে শ্রীদাম চন্দ্র দাসের সাথে একই ইউনিয়নের বোনারপাড়া নয়াপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে মিলনগন এর সাথে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ অক্টোবর রাত অনুমান সাড়ে ৯ টার সময় উপজেলার বোনারপাড়া বাজারের মাছ হাটে শ্রীদাম চন্দ্র দাস ও মিলন মিয়ার সাথে কথা কাটাকাটির বাধে। এরই একপর্যায়ে মিলন মিয়ার মারপিটে শ্রীদাম চন্দ্র দাস গুরুত্বর অসুস্থ হয়ে পরলে স্থানীয় লোকজন অসুস্থ শ্রীদাম চন্দ্র দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা সহ লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে মর্গে প্রেরন করা হয়েছে। এছাড়াও গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি জানান, আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নিবো ।