সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে গত ১৩ আগস্ট উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে। ফলজ, বনজ, ঔষধ গাছ সহ বিভিন্ন প্রজাতির ১০০টি গাছ রোপন করার উদ্বোধন করেন সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল। এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক উত্তম কুমার দেব নাথ, উপজেলা প্রশিক্ষিকা ফাতেমাতুজ জহুরা উপস্থিত ছিলেন।