মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় পূর্ব শক্রতার জের ধরে বাড়ীতে হামলা চালিয়ে মারপিট, লুটপাট, আসবাবপত্র ভাংচুর করে গচ্ছিত নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরির, অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এজাহার সুত্রে জানা যায়, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের মৃত রজব আলীর ছেলে জিল্লর রহমানের সাথে একই গ্রামের রেজাউল মীরের ছেলে হেলাল মিয়ার সাথে পুরাতন ব্যাটারি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব কলহ বিরোধ সৃষ্টি হয়। সেই জের ধরে, গত ৮ অক্টোবর রাতে একই গ্রামের মৃত ওহেদ মীরের ছেলে এনামুল, দুদু মীর ও রেজাউল মীরের ছেলে হেলাল মীর সহ ২০/২৫ জন লোক জিল্লুর রহমানের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর, লুটপাট, মারপিট করে ৫ লক্ষ টাকা সহ অনুমান ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণঅলংকার চুরির ঘটনা ঘটে। পরে, আহত জিল্লুর রহমানসহ তার স্ত্রী লিকু বেগম ও মা জহুরা বেওয়াকে চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী জিল্লুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় লিখিত এজাহার দিয়েছেন । ঘটনার বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।