সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা জাতীয় মহিলা সংস্থার রকমারী ফ্যাশন হাউজের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রশিক্ষাণার্থীদের হাতে তৈরী পোশাক ও খাদ্য পন্য সামগ্রী সরেজমিনে পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা জান্নাতুল রুমানা মনিসহ প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিক উন্নয়নে এবং নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য এ প্রশিক্ষণে আরও মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন।