সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধি: সাঘাটা উপজেলায় পদুম শহর ইউনিয়নের গোয়াল বাড়ি হতে বাদিয়াখালী রেল স্টেশন রাস্তার মফুরজান নামক স্থানে আলাই নদীর উপর সংযোগ সড়কটির উপর ফুট ব্রীজটির গার্ডার ধসে গিয়ে জনগণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় উক্ত আলাই নদীর উপর নির্মাণ কাজের বরাদ্দ হয়। ইতি মধ্যে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার কর্তৃক নির্মাণ কাজ শুরু করা হলেও ঠিকাদারের কর্তব্যের অবহেলার কারণে বাদিয়াখালীসহ ৮ টি গ্রামের স্কুল-কলেজ যাতায়াতকারী ছাত্র ছাত্রী ও এলাকাবাসী অবরুদ্ধ হয়ে পড়েছে, কলাগাছের ভেলা দিয়ে জনগণের পাড়া পাড় একমাত্র অবলম্বন। যে কোনো মূহুর্তে বড়ধরণের দূর্ঘটনা ও ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে এলাকা বাসীর পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি আবেদন করলেও তাদের তরফ থেকে কোনো প্রতিকার নেই।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, পূর্বের ব্রীজের গার্ডারের নিচ হতে ঠিকাদার কর্তৃক মাটি উত্তোলন করায় ব্রীজের পিলারসহ স্লাব ভেঙ্গে পড়ায় জনগণের পাড়াপার বন্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।