বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার যাদুর তাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী আকন্দ হত্যা চেষ্টার মামলায় কারাগারে থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও বার্ষিক পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, প্রধান শিক্ষক শাজাহান আলী আকন্দ জমি জমা সংক্রান্ত বিবাদে আপন ভাতিজা নজরুল ইসলামকে গত ১৬ নভেম্বর হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত আহত করে। এ ব্যাপারে নজরুল ইসলামের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে প্রধান শিক্ষক শাজাহান আলী আকন্দকে ১ নং আসামী করে সাঘাটা থানায় মামলা দায়ের করে । উক্ত মামলায় গত ২ ডিসেম্বর আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে প্রধান শিক্ষক শাজাহান আলী আকন্দকে কারাগারে প্রেরণ করে। এ ব্যাপারে সাঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফীর সাথে কথা বললে তিনি বলেন প্রধান শিক্ষক শাজাহান আলী আকন্দ কারাগারে আছেন আমি তা জানি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট পত্র প্রেরণ করেছি।