মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধি: সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৩টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ৩ দিনে ৩০টি মৃত মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে বিষয়টি স্বজনদের নজরে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় চোরেরা রাতের আঁধারে কচুয়া, সর্দার পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কবরস্থানের ৩০টি কবর থেকে কঙ্কাল চুরির করে নিয়ে যায়।
নিহতের স্বজনরা জানায়, কবরস্থান থেকে কঙ্কাল চুরি ঠেকাতে গ্রামের সবাইকে নিয়ে কবর পাহারা দেয়ার ব্যবস্থা করতে হবে। মৃত্যুর পর তাদের একমাত্র শেষ জায়গা থেকে যদি মৃতদেহ চুরি হয়, তাহলে আর কী থাকলো? সর্দার পাড়ার কামাল উদ্দিন জানান, কঙ্কাল চুরির চক্রকে ধরতে হবে। যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, কঙ্কাল চুরির ঘটনায় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।