শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

সাঘাটায় ডাক্তার কর্তৃক রোগীর প্রতি অসদাচরণের অভিযোগ

সাঘাটায় ডাক্তার কর্তৃক রোগীর প্রতি অসদাচরণের অভিযোগ

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া ডাক্তারের প্রাইভেট চেম্বারে রোগীর সাথে ডাক্তারের বাক-বিতন্ডা ও অসাদাচরণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায় উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রুমি বেগম তার ৬ মাসের শিশু সন্তানকে নিয়ে বোনারপাড়াস্থ প্রাইভেট চেম্বার ডাক্তার রাজিবের কাছে যান। শিশুটি শ্বাসকষ্টে ছটপট করতে ছিল। প্রসূতি মা রুমি বেগম ডাক্তারকে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করলে ডাক্তার রাজিব হোসেন উত্তেজিত হয়ে প্রসূতি মায়ের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন এবং অসদাচরণ করেন। এক পর্যায়ে শিশুটির মাকে মারপিট করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় চেম্বারের পার্শ্ববর্তী বাসিন্দা মোনা চৌধুরী ও তার ছেলে নাসিবুল আলম এগিয়ে গেলে ডাক্তার রাজিব হোসেন তাদের উপর চড়াও হয় এবং ধাক্কা মেরে চেম্বার থেকে বের করে দেয়।
এ ব্যাপারে ডাক্তার রাজিবকে ফোনে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন আপনাদের কাছে কেউ অভিযোগ করলে আপনারা লিখতে পারেন, তবে রোগীর সাথে আমার বিষয়টি মীমাংসা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আরিফুজ্জামান এর সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের কিছু করনীয় নেই। মুটোফোনে জেলা সিভিল সার্জনের সাথে কথা বললে তিনি বলেন ঘটনাটি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানায়, মোনা চৌধুরীর ছেলে অভিযোগ করেছেন ‘ঘটনাটি তদন্ত করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com