বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব কার্য্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক সাজাদুর রহমান সাজু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার।
জাতীয় সাংবাদিক সংস্থা সাঘাটা উপজেলা শাখার সভাপতি আব্দুল মাজেদ মাজুর সভাপতিত্বে ও জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম, মোঃ সোলায়মান আলী, মোঃ জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ আবু সাঈদ, মোঃ মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সাঘাটা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে মোঃ সোলায়মান আলী, আনিছুর রহমান টিপু, আব্দুল মাজেদ মাজুকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।