সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

সাঘাটায় ছাত্র আন্দোলনে নিহত সজলের বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাঘাটায় ছাত্র আন্দোলনে নিহত সজলের বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাঘাটা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের মেধাবী ছাত্র সাজ্জাদ হোসেন সজলের বাড়ি পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। গতকাল ২১ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলীকে সঙ্গে নিয়ে সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে সাজ্জাদ হোসেন সজলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সকল সদস্যকে সান্ত¡না দেন। পরে তিনি সজলের কবরে গিয়ে সুরা ফাতেহা পাঠ করেন। শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্র সাজ্জাদ হোসেন সজল গত ৫ই আগস্ট ঢাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়। সজলের বাড়ি পরিদর্শন শেষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com