সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধি ঃ সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি চরে ৩০ বছর পূবের সরকারী ভাবে রোপনকৃত মোটামোটা রে-ি কড়াই সহ বিভিন্ন জাতের লক্ষ লক্ষ টাকার মুল্যবান গাছ একদল প্রভাবশালী ভূমিদস্যু জোরপূর্বক কেটে বিক্রি করায় সাঘাটা থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর অভিযোগে জানা যায়, অভিযোগকারী ব্যাক্তিগন সাঘাটা উপজেলা অধিনস্থ হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি মৌজার স্থায়ী বাসিন্দা। অত্র এলাকায় ১নং খাস খতিয়ান ভূক্ত দাগ নং- ৫৭, জমি ৫৪.৭১ একর, উক্ত দাগে সরকারি ভাবে রোপন কৃত ৪০/৪৫ টি রেইট্রি গাছ ছিল। যাহার আনুমানিক বয়স ৩০ বৎসর। প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- হতে ৬৫,০০০/- টাকা । উক্ত গাছ গুলি প্রাক্তন ৫নং ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মোল্লা, তার পুত্রগনের সহযোগিতায় গাছ কেটে বিক্রয় করছেন। ফলে এলাকার জনগণ সহ সরকারের ব্যাপক ক্ষতির কারন ঘটেছে। প্রশাসনের চোখে ফাকি দিয়ে দিন-দুপুরে গাছগুলো কেটে নিয়ে যাওয়ায় সাঘাটা থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এব্যাপারে হলদিয়া ইউনিয়নের তহশিলদার মাহবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয় তদন্ত করেন এবং উক্ত গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সত্যতা পেয়ে তিনি সাংবাদিককে বলেন, বিনা অনুমতিতে জোরপূর্বক এসব মুল্যবান গাছ কর্তনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে গাছের ক্ষতিপূরনসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।