মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

সাঘাটায় কাচাঁ বাজারে আগুন প্রশাসনের নজরদারী নেই

সাঘাটায় কাচাঁ বাজারে আগুন প্রশাসনের নজরদারী নেই

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার হাটবাজারে কাচাঁ বাজারে আগুন। দিনদিন তরীতরকারির মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার মনিটরিং কিংবা প্রশাসনের কোন নজরদারী নেই। গতকাল ৯ নভেম্বর মঙ্গলবার সকালে বোনারপাড়া কাচাঁ বাজারে গিয়ে দেখা যায় ১ দিন আগেও সিম প্রতিকেজি ১শত ২০ টাকা বিক্রি হলেও ১ দিনের ব্যবধানে তা বেড়ে ১শত ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৭০ টাকা, টমেটো ১শত ২০ টাকা , ফুলকপি ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বরবটি ৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, কাচাঁ মরিচ ১শ টাকা কেজি, পিয়াজ ৬০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের মৌসুমে যেখানে তরীতরকারির দাম হাতের নাগালে থাকার কথা সেখানে প্রতিটি পণ্যের উর্দ্ধমূল্যের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়ছে। সয়াবিন ও নিত্যপ্রয়োজনীয় ভোজ্য তেলের দামও দফায় দফায় বেড়ে চলছে। কাচাঁ বাজারের ব্যবসায়ী জনৈক এরশাদ মিয়া নিকট কাচাঁ তরীতরকারির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি জানান পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেশি বেশি দামে কিনতে হচ্ছে। ফলে বিক্রি ও করতে হচ্ছে বেশি দামে। ক্রেতা জৈনক তাজউদ্দিন এর সাথে কথা বললে তিনি জানান এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলেও প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করার কোনো পদক্ষেপ নেই। ভুক্তভুগি মহল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com