শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ আগামীকাল ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর দিনাজপুর বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় সাঘাটা উপজেলায় মোট ৩ হাজার ৯৫২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করছে। এসএসসি ৩ হাজার ১৬৫ জন, এসএসসি (ভোকেশনাল) ৩১৯ জন, দাখিল পরিক্ষায় ৪৬৮ জন।
এবার ৫টি এসএসসি কেন্দ্র,২ টি ভোগেশনা কেন্দ্র ও ১টি মাদ্রাসা কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮৭ জন, সাঘাটা পাইলট পালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৫২৪ জন,বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৭৬১ জন, বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫১ জন, এসএসসি ভোকেশনাল কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১০ জন, শ্যামপুর টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ইনিস্টিটিউট কেন্দ্রে ১০৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করছে। সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব জানান, আগামীকাল থেকে এসএসসি ও সমমানের পরিক্ষা শুরু হচ্ছে। এজন্য আইন শৃঙ্খাবাহিনী সহ সকল ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।