শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সাঘাটায় ইটভাটার খাল থেকে শিশুর লাশ উদ্ধার

সাঘাটায় ইটভাটার খাল থেকে শিশুর লাশ উদ্ধার

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার এসএসবি ইটভাটার গর্ত থেকে সাড়ে তিন বছর বয়সী জোনায়েদ মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। গত বুধবার দুপুরের দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের হাপানিয়া এলাকার ওই ইটভাটার গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত জোনায়েদ মিয়া হাপানিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে। স্বজনরা জানান, গত বুধবার সকালের দিকে বাড়ির পাশে খেলছিল জোনায়েদ মিয়া। এরই মধ্যে হঠাৎ সবার অজান্তে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে এসএসবি ইটভাটার একটি গর্তের পানিতে তার ভাসমান মরদেহ দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জোনায়েদ মিয়ার লাশ গর্ত থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com