শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের গাইবান্ধা জেলা সংবাদদাতা শাহ মোঃ জোবায়ের আলী সম্প্রতি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জরুরী ভিত্তিতে তার ওপেনহার্ট সার্জারি করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এজন্য গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। মাওলানা জোবায়ের আলী একজন সৎ বিনয়ী এবং আদর্শবান মানুষ। সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘকাল ধরে জনকল্যাণে ভুমি রেখে এসেছেন। আসুন আমরা ভালোবাসা নিয়ে তার এই অসুস্থার সময় পাশে থাকি।