সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে গতকাল শুক্রবার গাইবান্ধা সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডঃ কুশলাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ ফারুক কবীরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির, অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, রবিদাশ ফোরামের সভাপতি সুনীল রবিদাস, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, আইনজীবী সহকারী আব্দুল হাই, মনির হোসেন সুইট, সাদেকুল ইসলাম, জিহাদ প্রধান,কাজী আব্দুল খালেক, সোমা ইসলাম, কাজী আব্দুল ওয়াদুদ প্রমুখ।