রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনব্যাপী ওয়ার্কশপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনব্যাপী ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার : গাইবান্ধায় নীতিবান শিশু সুখী বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প ২০২৫ বাস্তবায়নে অংশীজনদের অংশগ্রহণে দুই দিনব্যাপী গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে ১ এবং ২ জুলাই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গাইবান্ধায় স্থানীয় সরকারের উপ-পরিচালক এ. কে. এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সালাহ উদ্দিন মাহমুদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জহির ইমাম। উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ চন্দ্র কুমার দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল, সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম, সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
নীতিবান শিশু সুখী বাংলাদেশ এই সর্বপ্রথম বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা জেলায় সাতটি উপজেলার ৬১টি স্কুল এর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পাইলট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। এই পাইলট প্রগ্রামের অংশ হিসেবে দুই দিনব্যাপী ওয়ার্কশপের প্রথম দিনে শুরুতেই কোরআন তেলোয়াত করেন সহকারী শিক্ষা অফিসার সদর মোঃ শহিদুল্লাহ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com