বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, মাছুদা আক্তার, আশরাফুল ইসলাম মিলন, কামরুল হাসান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারীর চেতনা ভুলিয়ে দিতে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে ‘ভ্যালেটাইন ডে’। একটি মহল জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহাদের ভুলিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারীকে প্রেম প্রণয়ের দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ছাত্র সমাজের তেজদীপ্ত আত্মত্যাগের এ অত্যুজ্জল ইতিহাস কোন ব্যবসায়িক প্রচারণার চোরাবালিতে হারিয়ে যেতে দেয়া যাবে না। এছাড়া বক্তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সপ্তাহে ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক-একই ধারার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাসহ শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকী করণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com