শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উদ্যোগে মানববন্ধন

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উদ্যোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে চলতি ইরি মওসুমে ন্যুনতম ৭০ লাখ মে. টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় ও আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষিখাতে বরাদ্দের দাবিতে গতকাল বুধবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, কৃষক নেতা জাহেদুল ইসলাম প্রমুখ। বক্তারা করোনার দুর্যোগে ন্যুনতম ১ মাসের খাদ্য মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে লকডাউন কার্যকর করার দাবি জানান এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com