শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টর ঃ গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স নিয়োগ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে নাগরিক মঞ্চের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে, অ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু , সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, এ্যাড কুশলাশীষ চক্রবর্তী, এ্যাড মোহাম্মদ আলী প্রামানিক, শহিদুল ইসলাম, মনির সুইট, সেলিনা আক্তার সোমা, নাজমা বেগম, সাজেদা পারভীন রুনু, মাহবুব সাগর, খিলন রবিদাস, বৃটিশ সরেন, আফজাল সিরাজ, আজমাইন মাহতাব, পার্থ সারথি, সন্ধান বর্মন প্রমুখ।