শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা ও অটোরিকশা চালক আনিসুর রহমান ঠান্ডা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার ঘটক শাহজাহান মিয়ার ছেলে।
র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আনিসুর রহমান ঠান্ডাকে হত্যার ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে আরিফ মিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে পৌর পার্ক থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।