বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধি ঃ পলাশবাড়িতে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ এবং অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ। গতকাল ২০ জানুয়ারী বিকেলে উপজেলার টাউন হলে কম্বল বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ও বগুড়া জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌর শাখার সভাপতি আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা ট্রাক ট্রাঙ্কলড়ী ক্যাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছুল আলম।