মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

শিশুদের বৃক্ষপ্রেমী ও সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক

শিশুদের বৃক্ষপ্রেমী ও সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন, আমাদের দেশে মেধাবী শিশু বা ভালো ছাত্রছাত্রীর অভাব নেই। এজন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ শিশুদের বৃক্ষপ্রেমী ও পরিবেশ বান্ধব সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে তাদেরকে ডাস্টবিন ও গাছের চারা উপহার দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক গাইবান্ধা পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষ রোপনে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ, পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি ও নিজের চারপাশ পরিচ্ছন্ন করার অভ্যাস গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ফলদ গাছের চারা ও ডাস্টবিন উপহার অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরে তিনি গাইবান্ধা পৌরসভার আয়োজনে দুপুরে শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ডাস্টবিন ও গাছের চারা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেন। এসময় তিনি বিদ্যালয় চত্বরে ফলদ গাছের চারা রোপন করেন।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম সারোয়ার আলম সরকার, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আজিজা বেগম।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com