সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিয়ে ও মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠান হয়। গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক ময়নুল ইসলাম এই অনুষ্ঠানের আয়োজন করেন।
বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল, ইভটিজিং ও মাদক গ্রহণের ক্ষতিকর দিক নিয়ে সচেতনামূলক আলোচনা করেন সাংবাদিক নারী নেত্রী রিক্তু প্রসাদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত আলোচনা করে সামিরা আকতার, সারিকা ইশরাক, সুমাইয়া আকতার, মেঘনীলা দ্যুতি, শাহরিন মুনজারিন সুবাহ, নুবাইশা বিনতে সিদ্দিক, খুশি, মিম নিশাত তাছনিম নিরা, অর্পণ নাহার অরিন। পরে আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচক শিক্ষার্থীরা সমাজে বড়দের মাঝে বাল্যবিয়ের কুফল ও মাদক গ্রহণের ক্ষতির বিষয়ে সচেতনার সৃষ্টি আহ্বান জানিয়ে উদ্যোক্তা আয়োজক ময়নুল ইসলামের ভূয়সী প্রশংসা করে।