সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। শুরুতেই দলীয় কার্যালয় মিলনায়তনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মোস্তাক আহমেদ। মৌন মিছিলে জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া পরিষদ, তাঁতী দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ প্রমুখ।
এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়।