বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা শহরের সম্প্রসারিত সড়কের মাঝখানে ও গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ বিভাগের খুঁটি। দীর্ঘ ৮ বছরেও এসব খুঁটি না সরানোয় সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
২০১৮ সালে গাইবান্ধা শহরের পুরাতন বাজার থেকে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক এক লেন থেকে দুই লেনে সম্প্রসারণের কাজ শুরু হয়। এই সড়কের দুপাশে থাকা ১৪৯টি বিদ্যুৎ খুঁটি ও সরঞ্জামাদি সরিয়ে নিতে ২০১৭ সালেই সড়ক ও জনপদ (সওজ) বিভাগ বিদ্যুৎ বিভাগকে ৮৭ লাখ ৬২ হাজার ৪১৪ টাকা পরিশোধ করে।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুঁটি স্থানান্তরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এতে ব্যাহত হচ্ছে সম্প্রসারিত সড়কের সুফল, তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। শহরের বিভিন্ন অংশে এসব খুঁটি সড়কের মাঝখানে এবং বাঁকে অবস্থান করায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।