মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

ডিবি রোডে পুরাতন বিল্ডিংয়ের বিম ধ্বসে প্রাণ গেল দুইজনের

ডিবি রোডে পুরাতন বিল্ডিংয়ের বিম ধ্বসে প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড সংলগ্ন সড়কের পার্শ্ববর্তী পুরাতন ভবন ভাঙ্গার কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে গতকাল বুধবার দুপুরে এক নির্মাণ শ্রমিকসহ এক পথচারির মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত নির্মাণ শ্রমিক আজাদ হোসেন (৪২) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকার পথচারি আব্দুল ওয়াহেদ (৫৫) কে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ওয়াহেদ গাইবান্ধা বিসিক শিল্পনগীর অফিস সহায়ক।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা শহরে প্রায় এক মাস ধরে ফোরলেন প্রকল্পের আওতায় রাস্তা সংলগ্ন দোকানপাট ভাঙ্গার কাজ চলছে। নিহত নির্মাণ শ্রমিক শাহজাহান আলীর দোকান ভাঙ্গার কাজ করছিল। এসময় একটি বিম ভেঙ্গে তার গায়ের উপরে এসে পড়ে এবং তা পার্শ্ববর্তী পথচারির মাথায় আঘাত করলে এই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার বিগ্রেডের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে নিহতের লাশ উদ্ধার করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com