সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

শহরে বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ আটক ৩

শহরে বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার : গাইবান্ধা পৌর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পিকে বিশ্বাস রোডের মৃত অর্জুন বাসুর ছেলে সুজন বাসু, মৃত কুমেরের ছেলে শ্রী হরিজন এবং মিতালী বাজার এলাকার নুর আলম মিয়ার ছেলে আলামিন।
গাইবান্ধা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি তল্লাশি করে। অভিযানে বোতলজাত ও প্লাস্টিকের জারে সংরক্ষিত বিপুল পরিমাণ মদ এবং গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক তিন মাদক কারবারিকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকাটি মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com