বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপের্টাারঃ গাইবান্ধায় জেঁকে বসেছে তীব্র শীত। দুই দিন ধরে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর তীরে গড়ে ওঠা এই জেলায় সূর্যের দেখা মিলেনি। হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতা ছুটে আসছেন শহরের ফুটপাতে গড়ে ওঠা শতাধিক শীত বস্ত্রের দোকানে ।
শীতকে কেন্দ্র করে অনেক মৌসুমী গরম কাপড়ের ব্যবসায় নেমেছেন। দেশি-বিদেশী পুরোনো গরম কাপড় ফুটপাতে কমদামে পাওয়ার কারনে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতের দিকেই ঝুঁকছে। সোয়েটার, ট্র্যাকসুট, জাকেট, মোজা, টুপি, বাচ্চাদের কাপড়, প্যান্ট-কোট, চাদর, কম্বল, ট্রাউজারসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় বিক্রি হচ্ছে। অপরদিকে শহরের রাস্তাগুলিতে ভ্যানে করে ভ্রাম্যমান গরম কাপড় এবং জুতা-কেস বিক্রি করছে।
জেলা সদরের ফুটপাতে ছোট-বড় অন্তত দু’শতাধিক গরম কাপড়ের দোকান বসেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পুরাতন গরম কাপড়ের ক্রয়-বিক্রয়। উচ্চবিত্তরা অভিজাত বিপণি বিতান থেকে কেনাকাটা করলেও সামর্থ্য না থাকায় কিনতে পারছে না মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাদের একমাত্র ভরসাস্থল ফুটপাতে গড়ে ওঠা গরম কাপড়ের দোকান।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কম দামে এখান থেকে তাদের পছন্দের শীতের পোশাক কিনে নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে শুধু জেলা সদরে নয়- গাইবান্ধার সাতটি উপজেলার গ্রামীণ হাট-বাজারে পুরাতন গরম কাপড়েরর দোকান বসেছে ।