শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

লিখন হত্যায় তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান

লিখন হত্যায় তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় মঞ্জুরুল হাসান লিখন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বন্ধু মহলের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারের মাধ্যমে রংপুর রেঞ্জের ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বরাবরে তিনদফা দাবী সম্মিলিত বন্ধু এসএম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আবু খায়ের স্মারকলিপি গ্রহণ করেন। তিন দফা দাবীর মধ্যে লিখন হত্যাকান্ডের মূল আসামীদের অবিলম্বে গ্রেফতার, দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল ও মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিষ্পত্তি করার জন্য আহবান করেন বন্ধু মহল। বন্ধু মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদি, সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়াজেদ হাসান শাওন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, জাতীয় যুব জোটের সভাপতি সুজন প্রসাদ, জেলা যুবলীগ নেতা তৌহিদ হাসান রুস্তি, কামনাশীস বুলেট, হারুন অর রশিদ হারুন, আব্দুস সালাম, শিজু মিয়া, শহিদুল ইসলাম, শামিম আহমেদ, আব্দুর রকিব জিতু, বুলবুল আহমেদ বাপ্পি, মোস্তফা আল মামুন সুমন, মাহমুদ হাসান মাসুম, জিয়াউর রহমান সুমন, পৌর আওয়ামীলীগ নেতা জাকির হায়দার প্রমুখ।
বক্তারা লিখনসহ দ্রুত সকল হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com