শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সার্কাসের হাতির তান্ডব

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সার্কাসের হাতির তান্ডব

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে সার্কাসের হাতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় অর্ধেক দিন তান্ডব চালিয়েছে শহরে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার মাসব্যাপী চলমান পুনাক শিল্প মেলা প্রাঙ্গনে। এসময় হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে ছোট বড় কয়েকটি দোকান ও সরকারি গাছ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ১১ টার দিকে মেলা প্রাঙ্গণে খোলা মাঠে গাছের সাথে বেধে রাখা সার্কাসের হাতিটি হঠাতেই বিগড়ে যায়। এসময় পেছনের পায়ের সেকল ছিড়ে হাতিটি মুক্ত হলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাতিটির মাহুত। পুনাক শিল্প মেলায় দি লায়ন সার্কাসে দর্শকদের বিনোদনের জন্য প্রশিক্ষিত ওই হাতিটি আনা হয়েছিল বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। এদিকে মাহুত হাতিটির নিয়ন্ত্রণ হারার পরপরেই হাতিটি বেপোরোয়য়া ভাবে ছোটাছুটি করতে থাকে। খবর ছড়িয়ে পড়লে হাতিটিকে দেখতে কয়েক হাজার উৎসুক মানুষ ভির জমালে পরিস্থিতি আরও অবনতি হয়। ব্যাপক মানুষের সমাগম টের পেয়ে হাতিটি আরও উত্তেজিত হয়ে পার্শ্ববর্তী জনবসতিতে ঢুকে পরলে আতঙ্কিত হয়ে পরে স্থানীয় অধিবাসিরা। পরে হাতিটির মাহুত, বন বিভাগের কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় জনসমাগম থেকে হাতিটিকে নির্জন এলাকায় নিযে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এবিষয়ে জানতে চাইলে বন বিভাগের কর্মকর্তারা ও হাতির মাহুত সাংবাদিকদের বলেন, হাতিটির শরীরে হরমন বৃদ্ধি পাওয়ায় সে তার স্ঙ্গীর জন্য উতালা হয়ে উঠেছে। এই মূহুর্তে তার সঙ্গী অপর হাতিটিকে সিরাজগঞ্জ থেকে আনা হচ্ছে। ওই হাতিটি আসলেও যদি সে স্বাভাবিক আচরণ না করে তবে তাকে শুটার গান দিয়ে চেতনা নাশক ওষুধ পুশ করা হবে। এদিকে হাতির তান্ডবে ক্ষতি হওয়া দোকানপাটগুলোর বিষয়ে জানতে চাইলে পুনাক শিল্প মেলার কর্মকর্তা সাগর খান সাংবাদিকদের বলেন ক্ষতিগ্রস্থদের দোকানপাটগুলো মেরামত করে দেওয়া হবে। এ রির্পোট লেখা পর্যন্ত হাতিটি লালমনিরহাট রেলস্টেশন এর পাশে একটি পুকুরে অবস্থান করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com