শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ময়নুল ইসলাম : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গতকাল মঙ্গলবার বাংলা পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব জহির উদ্দীন ও সহকারী সচিব স্বপন কুমার সরকার জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮শ ৯৬ জন। প্রথমদিন থেকে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে এই কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। শিক্ষকরাও পরীক্ষা গ্রহণে অত্যন্ত আন্তরিক ছিলেন। পরীক্ষা শেষে এ কেদ্রে অংশগ্রহণকারী কয়েকজন পরীক্ষার্থী বলেন, নকলমুক্ত পরীক্ষা দিতে আমাদের খুব ভালো লেগেছে। পরীক্ষাও মোটামুটি ভালো দিয়েছি।
এই কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সহকারী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা পরীক্ষা অনুষ্ঠানে শিক্ষকদের ভূমিকায় মুগ্ধ। লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, জেলায় তাঁর কলেজ কেন্দ্রের সুনাম রয়েছে। অন্যান্য বছরের মতো এবারও শিক্ষকদের সহযোগিতায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভালোভাবে পরীক্ষা শেষ হওয়ায় কেন্দ্রের পরীক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com