শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর মডেল স্কুলে দুর্ষর্ধ চুরি

লক্ষ্মীপুর মডেল স্কুলে দুর্ষর্ধ চুরি

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য-শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা প্রমাণ করে আইন-শৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয়ের। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক একে এম তৈয়ব আলী গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে জানালা দরজা খোলা ও অফিস কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর করে রেকর্ডিং এর হার্ডডিস্ক, জাতীয় পতাকা, বেল, বৈদ্যুতিক পাখাসহ মূল্যবান জিনিসপত্র চুরি গেছে। এর আগেও মাসখানেক আগেও ওই বিদ্যালয়ের ৭টি ফ্যান ও পানি তোলার মটর চুরি গেছে।
এ ধরনের চুরির ঘটনায় এলাকার সাধারণ জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এলাকার ইউপি সদস্য মোখলেছুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা খুব লজ্জাজনক ঘটনা। বখাটেরা এ ধরনের গর্হিত কাজ করতে পারে। তবে এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে তিনি পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com