রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ভারপ্রাপ্ত কাজী বিয়ে নিয়ে সাধারণ মানুষ বিপাকে

লক্ষ্মীপুরে ভারপ্রাপ্ত কাজী বিয়ে নিয়ে সাধারণ মানুষ বিপাকে

লক্ষ্মীপুর প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ৫ বছর ধরে স্থায়ী কাজী নেই। এতে বিয়ে সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। পার্শ্ববর্তী মালিবাড়ি ইউনিয়নের কাজী মওলানা হাফিজুর রহমান ২০২১ সাল থেকে ভারপ্রাপ্ত হিসেবে কাজীর দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত কাজী মাওলানা হাফিজুর রহমান লক্ষ্মীপুর ইউনিয়নে কোনো বিয়ে পড়াতে বা রেজিস্ট্রি করতে যান না। তার হয়ে সব দায়িত্ব পালন করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই ফুল মিয়া। এতে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকি মোটা অংকের টাকার বিনিময়ে কৌশলে বাল্য বিয়ের ঘটনাও ঘটছে।
কাজী মাওলানা হাফিজুর রহমান মোবাইল ফোনে বলেন, আমি ২০২১ সাল থেকে লক্ষ্মীপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত কাজী হিসেবে দায়িত্ব পালন করছি। আমার হয়ে ওই ইউনিয়নে সব কাজ করছেন চেয়ারম্যানের ভাই ফুল মিয়া। বিয়ে সংক্রান্ত কাজে ও বাল্য বিয়ের বিষয়ে ফুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এক্ষেত্রে সব দায়দায়িত্ব কাজী হিসেবে আমার। তবে তার অনিয়মের বিরুদ্ধে আমি প্রায়ই সতর্ক করে থাকি।
লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ মানুষ ইউনিয়নে স্থায়ী কাজী নিয়োগের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com