বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ জামাল উদ্দিন সরকার বাড়ীতে না থাকার সুযোগে গত ১৬ জুন আসামী চাঁন মিয়া, মোছাঃ রেশমা বেগম, মোঃ রাজু মিয়া, মোঃ আম্বিয়া বেগম, মোঃ মাহসিন আলী, মোঃ জলিল, মোঃ মমিনা বেগম, মোঃ রোকন মিয়া বাড়ীতে জোড়পূর্বক প্রবেশ করে ৫টি গরুসহ আসবাবপত্র জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং জীনবনাশের হুমকি দিয়ে যায়। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে গরুগুলি ফেরত পেলেও এ ঘটনার কয়েকদিন পর হঠাৎ করে সন্ত্রাসী আশরাফ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জামাল উদ্দিন সরকারের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুত্ব আহত করে। পরবর্তীতে জামাল উদ্দিন সরকার সুস্থ হয়ে গত ২০ জুন গাইবান্ধা সদর থানা এজাহার দায়ের করেন। এজাহারের দায়ের সপ্তাহখানেক অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে মোঃ জামাল উদ্দিন সরকার নিরাপত্তাহীনতায় ভুগছেন।