শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কর্মশালা

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কর্মশালা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপী রিসোর্স মবিলাইজেশান কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের জাতীয় সদর দফতরের তহবিল সংগ্রহ বিভাগের সহযোগিতায় গাইবান্ধার এসকেএস ইন মিলনায়তনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিটের সেক্রেটারী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। ‘ইউনিট লেভেল রিসোর্স মবিলাইজেশান স্ট্যাটেজি’ বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ডঃ শাহানা জাফর।
কর্মশালায় রেডক্রিসেন্ট জেলা কমিটির সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহ-সভাপতি ডাঃ ফেরদৌস হোসেন মনজু, মাহামুদুন্নবী টিটুল, শহিদুজ্জামান শহীদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, রেড ক্রিসেন্ট সদস্য মোঃ শাহেদ হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাকসুদার রহমান শাহান, পরিচালক মোঃ সামিউল হুদা সুমেল প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com