রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সুুন্দরগঞ্জ প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এলজিইডি এত বড় ব্রিজ এর আগে কোথাও নির্মাণ করেনি। আমরা ব্রিজের সকল প্রকার কাজ পরিদর্শন করেছি। ইতিমধ্যে ব্রিজের ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে বাকী কাজ শেষ হবে। উপদেষ্টার সাথে কথা বলে চলতি মাসের শেষের দিকে উদ্বোধনের তারিখ নির্ধারণ করে সাংবাদিকদের জানানো হবে। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে রংপুর বিভাগের একটি উল্লেখযোগ্য কাজ। আবু সাঈদ আমাদের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। সে কারণে এই ব্রিজটির গুরুত্ব অনেক বেশি। গতকাল শুক্রবার সুন্দরগঞ্জের হরিপুর-চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সামছুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) মোঃ আবুল হাসান, প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মালেক, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ আনিছুল ওয়াহাব খান, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোযাজ্জম আহমেদ, গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী, উজ্জ্বল চৌধুরী, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস, সচিবের একান্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল নোমান সরকার, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী প্রমূখ।
সচিব বলেন, এখানে অসংখ্য কালভাট, সেতু ও অনেক রাস্তা রয়েছে। আর্চ ব্রিজের ত্রুুটি ইতিমধ্যে সমাধান হয়েছে। বিধি মোতাবেক জমি অধিগ্রহনের টাকা পাবেন মালিকরা।
এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ বলেন, শুধুমাত্র ব্রিজের ওপরে লাইটিং এর কাজ এবং আর্চ ব্রিজের কাজ একটু বাকী রয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।
সচিব বলেন, ব্রিজ পয়েন্টে এসে চায়না কোম্পনী অফিসে প্রকল্প কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্রিজের পাঁচপীরবাজার ও চিলমারী পয়েন্ট পরিদর্শন করেন কাজের অগ্রগতি দেখেন।