শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

রামসাগর এক্সপ্রেস ট্রেন পুনঃরায় চালুর দাবিতে ষ্টেশনে মানববন্ধন

রামসাগর এক্সপ্রেস ট্রেন পুনঃরায় চালুর দাবিতে ষ্টেশনে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় বোনারপাড়া-দিনাজপুরগামি রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধের এক যুগ পরে পুনরায় চালুর দাবিতে গতকাল বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার উদ্যোগে রেল স্টেশনের ২নং প¬াটফরমে এক মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডঃ সেকেন্দার আজম আনামের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জাতীয় পার্টির নেতা শাহজাহান খান আবু, কবি সরোজ দেব, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক খান মোঃ সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, রেজাউন্নবী রাজু, জাহাঙ্গীর কবির তনু, শামীম আল সাম্য, আব্দুল করিম, ইয়াসির আরাফাত রুনু, অ্যাডঃ সালাউদ্দিন কাশেম, আমিনুর রহমান, রওশন হাবীব, বিজলী বেগম, কায়ছার প¬াবন, সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।
বক্তারা অবিলম্বে রামসাগর ট্রেন চালু, গাইবান্ধা এক্সপ্রেস নামে স্বতন্ত্র একটি এক্সপ্রেস চালু, আন্তঃনগর সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেল স্টেশনের পরিত্যক্ত ২নং প্ল¬াট- ফরমটি চালু, প্লাট ফরমের উন্নয়নসহ ট্রেনগুলোর সময়সূচী নির্ধারণে জনগণের চাহিদা ও সুবিধার প্রতি লক্ষ্য রাখার দাবি জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com